তুরস্কের প্রথম স্বর্ণ গাজোজের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেতে গাজোজ

মেতে গাজোজ

হাড্ডাহাড্ডি লড়াই শেষে আর্চারির রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন মেতে গাজোজ। ইউমেনোশিমা ফিল্ডে আজ শনিবার ফাইনালে ইতালির মাউরো নেসপোলিকে ৬-৪ সেট পয়েন্টে হারান এ তুর্কি আরচার।  

টোকিও অলিম্পিকে এটাই তুরস্কের প্রথম স্বর্ণপদক।

বিজ্ঞাপন

রুপা জয়ী এ নেসপোলিকেই ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারিয়ে ব্রোঞ্জ জিতে সরাসরি টোকিও অলিম্পিকের টিকেট পেয়েছিলেন বাংলাদেশের সেরা আরচার রোমান সানা। 

আর ব্রোঞ্জ পদক জিতেছেন আসরের স্বাগতিক জাপানের ফুরুকাওয়া তাকাহারু।

বিজ্ঞাপন