ড্রেসেলের গলায় বিশ্বরেকর্ডের স্বর্ণ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেলেব ড্রেসেল

কেলেব ড্রেসেল

টোকিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন কেলেব ড্রেসেল।

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে আজ শনিবার, ৩১ জুলাই ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন এ সাঁতারু। ২০১৯ সালে গুয়াংজু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৯.৫০ সেকেন্ডের বিশ্বরেকর্ডটি ছিল ড্রেসেলের নিজের গড়া। 

বিজ্ঞাপন

টোকিও অলিম্পিকে এ নিয়ে তিনটি স্বর্ণপদক জিতলেন ২৪ বছর বয়সী সাঁতারু ড্রেসেল। এর মধ্যে ‍দুটি ব্যক্তিগত ও একটি দলীয় পদক।

হাঙ্গেরির সাঁতারু ক্রিস্তোফ মিলাক ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্যপদক। আর সুইজারল্যান্ডের নোয়ে পন্টি ৫০.৭৪ সেকেন্ড টাইমিং নিয়ে পান ব্রোঞ্জ পদক।

বিজ্ঞাপন