সাঁতারে চীনের বিশ্বরেকর্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণ জিতেছে চীন

স্বর্ণ জিতেছে চীন

টোকিও অলিম্পিকে মেয়েদের ৪×২০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছে চীন। 

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ইয়্যাং জুনজুয়ান, ত্যাং মুহান, জ্যাং উফেই ও লি বিংজি ৭:৪০.৩৩ মিনিট সময় নিয়ে ৪×২০০ মিটার রিলেতে করেছেন বিশ্বরেকর্ড।

বিজ্ঞাপন

৭:৪০.৭৩ মিনিটে আমেরিকান রেকর্ড গড়ে করে যুক্তরাষ্ট্র পেয়েছে রৌপ্যপদক। আর ৭:৪১.২৯ মিনিটে সাঁতার শেষ করে ওশেনিয়ান রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া জিতেছে ব্রোঞ্জ।