ফেলপসের রেকর্ড ভাঙলেন মিলাক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রিস্তোভ মিলাক

ক্রিস্তোভ মিলাক

সাঁতার শুরুর আগে ছিঁড়ে গিয়েছিল কস্টিউম। কিন্তু তারপরও একটুও দমে যাননি ক্রিস্তোফ মিলাক। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ভেঙে ফেলেছেন মাইকেল ফেলপসের অলিম্পিক রেকর্ড। 

টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে বুধবার ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ছিনিয়ে নিয়েছেন মিলাক।

বিজ্ঞাপন

২১ বছর বয়সী হাঙ্গেরি এই সাঁতারু ভেঙেছেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে গড়া কিংবদন্তি ফেলপসের ১ মিনিট ৫২.০৩ সেকেন্ডর রেকর্ড।

মিলাকের চেয়ে ২.৪৮ সেকেন্ড বেশি সময় নিয়ে এ ইভেন্টে রুপা জিতেছেন স্বাগতিক জাপানের তোমোরু হোন্দা। ইতালির ফেদেরিকো বারদিস্সো পেয়েছেন ব্রোঞ্জ।

বিজ্ঞাপন