বারমুডার প্রথম স্বর্ণপদক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফ্লোরা ডাফি

ফ্লোরা ডাফি

মেয়েদের ট্রায়াথলনে স্বর্ণ জিতলেন ফ্লোরা ডাফি। ৩৩ বছরের ডাফির হাত ধরে অলিম্পিকে ইতিহাসে এই প্রথম স্বর্ণ পেল বারমুডা। 

ওদাইবা মেরিন পার্কে সাঁতার, সাইক্লিং ও দৌড় মিলিয়ে ট্রায়াথলনে ১ ঘণ্টা ৫৫.৩৬ সেকেন্ড টাইমিং গড়ে চ্যাম্পিয়ন হন ডাফি।

বিজ্ঞাপন

১ ঘণ্টা ৫.৫০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পেয়েছেন গ্রেট বৃটেনের জর্জিয়া টেইলর-ব্রাউন। ১ ঘণ্টা ৫৭.০৩ সেকেন্ডের টাইমিং নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি জ্যাফার্স।