অলিম্পিক থেকে রোমানের বিদায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোমান সানা

রোমান সানা

রিকার্ভ পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন রোমান সানা। 

ইউমেনোশিমা ফিল্ডে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে কানাডিয়ান  প্রতিপক্ষ ক্রিসপিন দুয়েনাসের কাছে ৬-৪ সেট পয়েন্টে হার মানেন রোমান।

বিজ্ঞাপন

প্রথম সেট রোমান জেতেন ২৬-২৫ পয়েন্টে। কিন্তু দ্বিতীয় সেটে হেরে যান ২৮-২৫ ব্যবধানে। তৃতীয় সেটে ২৯-২৭ ব্যবধানে জিতে লিড নেন কানাডিয়ান প্রতিপক্ষ।

চতুর্থ সেটে ২৭-২৬ পয়েন্টে জিতে ৪-৪ এ সমতায় ফেরেন রোমান। কিন্তু পঞ্চম সেটে দেশসেরা আর্চার হেরে যান ২৬-২৫ পয়েন্টে।

বিজ্ঞাপন

এর আগে অলিম্পিক আরচারির ছেলেদের রিকার্ভ এককের এলিমিনেশন রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছিলেন রোমান সানা। 

ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে ধরাশায়ী করে রোমান সানা পেয়েছিলেন দ্বিতীয় রাউন্ডের টিকিট।