তিন মিনিটেই স্বর্ণ জিতলেন নোরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোরা জকোভা

নোরা জকোভা

অনায়াসে অলিম্পিকে স্বর্ণ জেতার কথা হয়তো কল্পনাও করেননি নোরা জকোভা। কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। মাত্র তিন মিনিটের মধ্যে স্বর্ণপদক জিতেছেন কসোভোর এ জুডোকা। 

মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী নোরার প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের সারাহ লিওনি কিসিক। ম্যাচ শুরুর পর মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ড কাটতেই হঠাৎ নোরার দিকে ডাইভ দেন ফরাসি প্রতিপক্ষ কিসিক।

বিজ্ঞাপন

জুডোতে এটা অন্যতম বড় অপরাধ। এ কারণে নোরাকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হয়। টোকিও অলিম্পিকে কসোভোর এটি দ্বিতীয় স্বর্ণ। তবে সব মিলিয়ে কসোভোর তৃতীয় জুডোকা হিসেবে অলিম্পিকে স্বর্ণ জিতলেন তিনি। 

অলিম্পিকের এবারের আসরে কসোভোকে প্রথম স্বর্ণ উপহার দেন দিস্তিরা ক্রাসিনিকা। ২০১৬ রিও অলিম্পিকে কসোভোকে প্রথম স্বর্ণ এনে দেন মাজলিন্দা কেলমেন্ডি।

বিজ্ঞাপন