টানা তিন স্বর্ণে ইতিহাসে সিলাগি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরন সিলাগি

আরন সিলাগি

টোকিও অলিম্পিকের ফেন্সিংয়ের পুরুষ সেইবার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন আরন সিলাগি। প্রথম অ্যাথলেট হিসেবে ফেন্সিংয়ের কোনো ইভেন্টে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়লেন হাঙ্গেরির এ অ্যাথলেট।

ফাইনালে ইতালির লুইজি সামেলেকে ১৫-৭ পয়েন্টে হারান সিলাগি। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জুং-হুয়ান।

বিজ্ঞাপন

২০১২ ও ২০১৬ সালের অলিম্পিকের লন্ডন ও রিও আসরেও এই ইভেন্টেই স্বর্ণ জিতেছিলেন ৩১ বছরের ফেন্সার সিলাগি।