ছিটকে গেলেন শুটার বাকি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আব্দুল্লাহ হেল বাকি

আব্দুল্লাহ হেল বাকি

ভালো পারফরম্যান্সের স্বপ্ন নিয়েই টোকিও অলিম্পিকে গিয়েছিলেন আব্দুল্লাহ হেল বাকি। কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের তারকা এ শুটার।

আসাকা শুটিং রেঞ্জে রোববার বাছাই পর্বে ৬১৯.৮ স্কোর গড়ে ৪৭ প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৪১তম হয়েছেন বাকি।

বিজ্ঞাপন

২০১৬ সালের রিও অলিম্পিকে ৬২১.২ স্কোর গড়ে বাছাইপর্বে ২৫তম হয়েছিলেন গ্ল্যাসগো ও কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এ অ্যাথলেট।