যুক্তরাষ্ট্র প্রথম স্বর্ণ পেল সাঁতারে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণ জয়ী চেইস কেলিস (মাঝে)

স্বর্ণ জয়ী চেইস কেলিস (মাঝে)

টোকিও অলিম্পিকের সাঁতারে প্রথম স্বর্ণপদক পেয়েছে যুক্তরাষ্ট্র।

টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে রোববার ৪০০ মিটার মিডলেতে ৪ মিনিট ০৯.৪২ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন সাঁতারু চেইস কেলিস। 

বিজ্ঞাপন

কেলিসের স্বদেশী জে লিদারল্যান্ড ৪ মিনিট ১০.২৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্য।

আর অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ ৪ মিনিট ১০.৩৮ সেকেন্ডে জিতে নিয়েছেন ব্রোঞ্জ।

বিজ্ঞাপন