শুটিংয়ে রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন রাশিয়ার ভিতালিনা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিতালিনা বাতসারাশকিনা

ভিতালিনা বাতসারাশকিনা

টোকিও অলিম্পিকে রাশিয়ান অলিম্পিক কমিটিকে (আরওসি) প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন ভিতালিনা বাতসারাশকিনা। 

আসাকা শুটিং রেঞ্জে রোববার মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ২৪০.৩ স্কোরে অলিম্পিকের রেকর্ড গড়ে সেরা হন ভিতালিনা। ২৩৯.৪ স্কোর নিয়ে ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন বুলগেরিয়ার আন্তোয়ানেতা কস্তাদিনোভা।

বিজ্ঞাপন

বাছাই পর্বে ৫৮৭ স্কোরে বিশ্বরেকর্ড করলেও চীনের জিয়াং রানশিন ব্রোঞ্জ পেয়ে সবাইকে হতাশ করেছেন।