রৌপ্য পেলেন ভারতের মীরাবাই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাইখম মীরাবাই চানুই

সাইখম মীরাবাই চানুই

টোকিও অলিম্পিকের প্রথম দিনেই পদক পেয়েছে ভারত। ভারোত্তোলক সাইখম মীরাবাই চানু ভারতকে উপহার দিয়েছেন প্রথম পদক। তিনি রৌপ্য পদক জিতেন ৪৯ কিলো বিভাগে।

মীরাবাই পদক জিতেছেন ২০২ কেজি ওজন তুলে। ২১০ কেজি উত্তোলন করে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন চীনের ভারোত্তোলক ঝৌ হৌ।

বিজ্ঞাপন

ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছেন উইন্ডি কান্টিকা আইসাহ। পদক জিততে তিনি উত্তোলন করেন ১৯৪ কেজি। তার চেয়ে ৮ কেজি এগিয়ে থেকে রূপা জিতেছেন মীরাবাই।