ইসলাম ধর্ম মেনে ফরটুইন এখন ইমাদ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্ত্রীর সঙ্গে ফ্রেমবন্দী বিয়র্ন ফরটুইন ইমাদ

স্ত্রীর সঙ্গে ফ্রেমবন্দী বিয়র্ন ফরটুইন ইমাদ

২০১১ সালে বাঁ-হাতি পেসার ওয়েন পার্নেল ইসলাম ধর্ম গ্রহণ করেন। দশ বছর পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একই ঘটনার পুনরাবৃত্তি দেখল। দ্বিতীয় প্রোটিয়া ক্রিকেটার হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবার বিয়র্ন ফরটুইন।

মহামান্বিত রমজান মাস উপলক্ষে ফরটুইন ধর্ম বদলে মুসলিম হয়ে নামও পাল্টে ফেলেছেন। এখন তিনি পরিচিত হবেন ইমাদ নামে। তার স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

গত ২৫ এপ্রিল, রোববার বান্ধবী মিয়েশকে আইসেনকে বিয়ে করেন ফরটুইন। বিয়ের পরই নাম বদল করেন তিনি। ওই দিনের বোজা শেষে সন্ধ্যায় বিবাহোত্তর সংবর্ধনা হয় তাদের।

২০১৯ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার হয়ে একটি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছরের ফরটুইন। টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন ৭টি।

বিজ্ঞাপন