ভারতের মানুষের জন্য কাঁদছে বাবর-শোয়েবের মন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শোয়েব আখতার ও বাবর আজম

শোয়েব আখতার ও বাবর আজম

ভারতে কিছুতেই যেন থামছে না মানুষের প্রিয়জন হারানোর আহাজারি। ভয়ানক এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু হার দিন যাচ্ছে নতুন নতুন রেকর্ড গড়ছে। ভয়াবহ পরিস্থিতির উন্নতির বিন্দু মাত্র লক্ষণই নেই।

এমন পরিস্থিতিতে সীমানার ভিতরে ও বাইরের অনেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় জনগণের প্রতি। আবার শত্রুতা ভুলে চির বৈরী প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন পেশাজীবী মানুষ দোয়া করছেন সংকটের মুখে পড়া ভারতবাসীর জন্য। তাদের মধ্যে রয়েছেন বাবর আজম ও শোয়েব আখতার।

বিজ্ঞাপন

দেশটিতে করোনা সংক্রমণ, মৃত্যুহার ভয়াবহ রূপ ধারণ করায় বিষণ্ন হয়ে পড়েছেন পাকিস্তান ক্যাপ্টেন। আর হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব তাকে ভীষণ দুঃখ দিচ্ছে।

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভারতের মঙ্গল কামনা করে তারকা ক্রিকেটার বাবর লিখেন, ‘এমন মহাদুর্যোগে ভারতবাসীর জন্য দোয়া করছি। সময় এখন এক হওয়ার। এবং সময় এখন সবাই মিলে দোয়া করার। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মেনে চলার অনুরোধ করছি। এটা কেবল আমাদের সুরক্ষার জন্যই। এক হয়েই আমরা কেবল এটা করতে পারি।’

বিজ্ঞাপন

অন্যদিকে আইপিএল বন্ধ রেখে মানুষ বাঁচানোর আহ্বান জানিয়েছেন শোয়েব আখতার। আইপিএলের অর্থ দিয়ে অক্সিজেন কেনার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এ পেসার।

নিজের ইউটিউব চ্যানেলে লিজেন্ড ক্রিকেটার শোয়েব বলেন, ‘ভারতে কঠিন পরিস্থিতি চলছে। তাদের উচিত এখন আইপিএল বন্ধ করা। আইপিএল গুরুত্বপূর্ণ নয়, টুর্নামেন্টের অর্থ দিয়ে অক্সিজেন কিনলে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে। এখন আমাদের এখন ক্রিকেট দরকার নেই। বিনোদনেরও প্রয়োজন নেই। ভারত ও পাকিস্তানের মানুষের জীবনের সুরক্ষা চাই। মানুষের জীবন এখন বিপন্ন।’