করোনার কারণে আইপিএল’কে অশ্বিন-জাম্পাদের না

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনার বিরুদ্ধে লড়তে থাকা পরিবারকে সময় দিতেই আইপিএল ছাড়লেন অশ্বিন

করোনার বিরুদ্ধে লড়তে থাকা পরিবারকে সময় দিতেই আইপিএল ছাড়লেন অশ্বিন

ভারতের করোনা পরিস্থিতির অবনতি হয়েই চলেছে। কিছুতেই থামানো যাচ্ছে না সংক্রমণ আর মৃত্যুর মিছিল। তাইতো অর্থের লোভ ছেড়ে জীবন বাঁচাতে আইপিএল ছাড়ছেন ক্রিকেটাররা।

শুরুটা হয়েছিল লিয়াম লিভিংস্টোনকে দিয়ে। রাজস্থান রয়্যালসের এ ইংলিশ ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ের কঠিন সময় হজম করতে না পেরে দেশে ফিরে গেছেন।

বিজ্ঞাপন

এরপর ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।

বিদেশি ক্রিকেটারদের আইপিএল ছাড়ার মিছিলে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়া নিজের পরিবারকে সময় দিতে টুর্নামেন্ট ছাড়লেও আবার ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন এ তারকা ক্রিকেটার।

বিজ্ঞাপন

ভারতে করোনা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। কিন্তু তারপরও আইপিএল বন্ধ হচ্ছে না। চলবে আগের মতই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা তেমনটিই জানিয়েছেন।