তামিমের স্টাইলে খেললে পাঁচটি সেঞ্চুরিও পেতাম না: মুমিনুল
তামিম ইকবাল মারকুটে ব্যাটসম্যান। শট খেলতে ভালোবাসেন। শ্রীলঙ্কা সফরেও তার প্রমাণ রাখলেন। প্রস্তুতি ম্যাচ দিয়েই ব্যাট হাসিয়ে চলেছেন। এবার দাপুটে ব্যাটিং পারফরম্যান্স উপহার দিলেন লাল বলের আসল লড়াইয়ে। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই পেলেন দুরন্ত দুটি অর্ধ-শকের (৯০ ও ৭৪*) দেখা।
কিন্তু ক্যাপ্টেন মুমিনুল হক তামিমের মতো মেরে খেলতে পছন্দ করেন না। তার ভালো লাগে রক্ষণাত্মক ব্যাটিং। আক্রমণাত্মক ব্যাটিং করলে হয়তো টেস্ট ক্যারিয়ারের ঝুলিতে ১১টি সেঞ্চুরি মিলতো না মুমিনুলের।
ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিজের ও তামিমের ব্যাটিংয়ের ধরনের পার্থক্যটা বুঝিয়ে দিলেন মুমিনুল, ‘উনার (তামিম ইকবাল) খেলার ধরনই এ রকম। আমার খেলার ধরন অন্যরকম। উনি শটস খেলতে পছন্দ করেন। আমার আজকে ১১টি সেঞ্চুরি, উনার মতো খেললে হয়তো পাঁচটা হতো কিনা সন্দেহ। একেকজনের খেলার প্যাটার্ন একেক রকম, একেকজনের খেলার পরিকল্পনা একেক রকম।’
দলের তিন বিভাগেই উন্নতির তাগিদ অনুভব করছেন মুমিনুল,‘উন্নতির তো শেষ নেই। তিনটা বিভাগেই উন্নতির জায়গা আছে। স্পিনাররাও ভালো করেছে। নতুন বলে পেস বোলিংয়ে আরও উন্নতি দরকার। ব্যাটিং আমাদের মূল শক্তি। কাজেই ব্যাটিংয়েও উন্নতি করতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে জয় ধরা দেয়নি। ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তবে দল হিসেবে পারফরম্যান্স করতে পেরে খুশি মুমিনুল,‘জিম্বাবুয়ে সিরিজ ছাড়া দেশের মাটিতে ও দেশের বাইরে সিরিজে তেমন ভালো ফল করতে পারিনি। সেই হিসেবে চিন্তা করলে এই টেস্টে আমরা দল হিসেবে খেলতে পেরেছি। দেশের মাটিতে একটা সিরিজ হারার পর বিদেশে টেস্ট ড্র করতে পারা আমার কাছে মনে হয়, ভালো একটা লক্ষণ।’
দ্বিতীয় টেস্টে ভালো কিছু প্রত্যাশা করছেন মুমিনুল। দলগত পারফরম্যান্সে সাফল্য ছিনিয়ে প্রত্যয়ের কথা জানালেন লাল বলের টাইগার অধিনায়ক,‘দ্বিতীয় টেস্টে অবশ্যই সবার ভেতরে আত্মবিশ্বাস থাকবে। ইতিবাচক একটা মনোভাব নিয়ে সবাই নামতে পারবে। দলগত একটা পারফরম্যান্স ছিল। বাংলাদেশ যখনই একটা দল হয়ে খেলতে পারে তখনই ভালো অবস্থায় থাকে।’
পাঁচ জন বোলার নিয়ে টেস্ট খেলার যুক্তি দেখালেন এ তারকা ক্রিকেটার,‘শ্রীলঙ্কার কন্ডিশনে পাঁচটা বোলার সব সময় দরকার। কারণ আল্লাহ না করুক আমরা তো প্রায় দুই মাস পরে খেলছি। কেউ ইনজুরিতে পড়লে বিপদে পড়তে হতো। টেস্ট ক্রিকেট সামনের দিকে এগিয়ে নিতে চাইলে মাঝেমধ্যে পাঁচটা বোলার, ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলা উচিত।’
তাসকিন পরিশ্রম করেছেন। তার ফলও পেয়েছেন। করেছেন দুরন্ত বোলিং। তারকা এ বোলারের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে এমন মন্তব্যই করেন মুমিনুল, ‘তাসকিন অসাধারণ করেছে, অনেক চেষ্টা করেছে। আমি তাসকিনের বোলিং খুবই উপভোগ করেছি। এই টেস্ট নিয়ে মাত্র ৬টি টেস্ট খেলছে ও, কোনোভাবেই দেখে মনে হয়নি যে মাত্র ৬ টেস্ট খেলা বোলার। গত এক-দেড় বছর ধরে ও অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে। আমার মনে হয়, এটা কষ্টের ফল।’