বাবরের রেকর্ডে সিরিজ পাকিস্তানের
তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২৪ রানে হারিয়েছে পাকিস্তান। সমতার সিরিজে এই ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। ফলে এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে অতিথিরা।
হারারে স্পোর্টস ক্লারে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের অর্ধ-শতকে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি গড়ে পাকিস্তান।
৯ রানের জন্য শতক মিস করেন সিরিজ সেরা রিজওয়ান। ৯১ রানে অপরাজিত থেকে তিনি। ক্যাপ্টেন বাবর খেলেন ৫২ রানের দুরন্ত এক ইনিংস। সুবাদে টি-টোয়েন্টিতে দ্রুততম দুই হাজার রান করার রেকর্ড করেছেন বাবর। ৫৬ ইনিংসে কীর্তিটা গড়ে ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ড।
ম্যাচ সেরা হাসান আলি ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। তার বোলিং তোপে লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৪১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ওপেনার ওয়েসলে মাধেভেরে করেন ৫৯ রান। তার সঙ্গে দলীয় স্কোরে ৩৫ রান যোগ করেন তাদিওয়ানাশে মারুমানি।