করুনারত্নের সেঞ্চুরি, শ্রীলঙ্কা ২৫১/৩

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যাট হাতে দিমুথ করুনারত্নে

ব্যাট হাতে দিমুথ করুনারত্নে

তৃতীয় দিনের দাপুটে ব্যাটিং ফর্মটা নিয়েই চতুর্থ দিন মাঠে নেমেছেন দিমুথ করুনারত্নে। দুরন্ত ব্যাটিং চালিয়ে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তারকা এ ওপেনার।

কিন্তু বাংলাদেশের বোলাররা তেমন কিছুই করে দেখাতে পারলেন না। পেলেন না কোনো উইকেট।

বিজ্ঞাপন

করুনারত্নের দাপুটে সেঞ্চুরিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার পুঁজি দাঁড়িয়েছে ৩ উইকেটে ২৫১ রান। ২৪৭ বলে ৮ বাউন্ডারিতে ১০১* রান নিয়ে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ১১তম টেস্ট সেঞ্চুরি। ৩২* রানে নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

তার আগে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিক শ্রীলঙ্কা। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ২৬ রানে তৃতীয় দিন শেষে অপরাজিত থেকে যান।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের প্রথম সেশনেই ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল (৯০) দশ রানের জন্য শতক মিস করলেও সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও ক্যাপ্টেন মুমিনুল হক (১২৭)। মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাস (৫০) অর্ধ-শতকের দেখা পান তৃতীয় দিন এসে।