চাপ নেই, আছে সাকিবের অভাব: মুমিনুল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। সামনে এবার নতুন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সিরিজও তাদের মাঠে। ভিন্ন কন্ডিশনে সাফল্য ছিনিয়ে নেওয়াটা কঠিনই হবে। তারওপর দলে নেই প্রাণভোমরা সাকিব আল হাসান। সন্দেহ নেই তাতে করে ভালো পারফরম্যান্স উপহার দেওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। তাহলে মাঠের লড়াইয়ে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে মিস করবে কি টাইগাররা?
মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লাল-সবুজের প্রতিনিধিদের ক্যাপ্টেন মুমিনুল হক সাকিবের অভাবটা স্বীকার করে নিলেন অকপটে, ‘সাকিব ভাই বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। যে কোনো সংস্করণে দলের জন্য কার্যকরী ক্রিকেটার। আমার দলেও একই। তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা লড়াই করতে হয়। অবশ্যই তাকে মিস করব আমরা।’
মাঠের লড়াইয়ে সাকিব না থাকলেও দলের অন্য সতীর্থদের ওপর আস্থা রয়েছে মুমিনুলের, ‘তবে দলে যারা আছে, সবার ভালো খেলার সামর্থ্য আছে। সাকিব ভাইয়ের জায়গায় যেই খেলবে, তার জন্য মাঠে অবদান রাখার ভালো একটা সুযোগ।’
নতুন সিরিজ। নতুন চ্যালেঞ্জ। ময়দানে নামার আগে চাপ কাজ করতেই পারে দলের মধ্যে। তবে ব্যাপারটা উড়িয়ে দিলেন তারকা এ ক্রিকেটার, ‘আমি কোনো চাপেই নেই। দলেও কোনো চাপ নেই। আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। পুরোপুরি চেষ্টা করব জেতার জন্য।’
আগের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করবে বাংলাদেশ। লড়বে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে। মুমিনুলের কণ্ঠে শোনা গেল সেই প্রত্যয়ের সুর, ‘শ্রীলঙ্কা অবশ্যই ভালো অবস্থানে রয়েছে। আমরা সর্বশেষ দুটি টেস্টে ভালো খেলতে পারিনি। ক্রিকেটে আগে কি হয়েছে, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনে যদি আমাদের সব কিছু ঠিক থাকে, পাঁচ দিনই যদি প্রক্রিয়া ঠিক রাখতে পারি, আমরা জয় ছিনিয়ে নিতে পারব।’
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল বুধবার, ২১ এপ্রিল। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট শুরু সকাল সাড়ে ১০টায়। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। সিরিজের দুটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।