শ্রীলঙ্কায় অনুশীলনে ঘাম ঝরালেন মুমিনুলরা
ক্রিকেটারদের তিন দিনের কোয়ারেন্টিন শেষ বুধবার, ১৪ এপ্রিল রাতেই। তিন দিন রুমবন্দী থাকার পর বৃহস্পতিবার, ১৫ এপ্রিল সকালে মুক্ত হয়েই অনুশীলন সারলেন মুমিনুল হকরা। সর্বশেষ করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট পেয়েই চার ঘণ্টা ঘাম ঝরিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
টিম হোটেলের কাছে টাইগাররা অনুশীলন করেছে কাতুনায়েকের সিএমসিসি গ্রাউন্ডে। একই ভেন্যুতে অনুশীলন চলবে আরও তিন দিন। শেষে ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তামিম-মুশফিকরা। তারপরই ২১ জনের প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল দেবে বাংলাদেশ।
সোমবার, ১২ এপ্রিল বিকেলে শ্রীলঙ্কায় পৌঁছেই করোনা টেস্ট করেন সবাই। পরীক্ষায় সবার রিপোর্ট নেগেটিভও আসে। বুধবার দ্বিতীয়বার করোনা টেস্টের নমুনা দেন ক্রিকেটাররা।
ভারত মহাসাগরের কোল ঘেঁষা নিগোম্বোর জেট উইং ব্লু হোটেলের তিন দিন রুমবন্দী থাকার অলস সময়টা ক্রিকেটাররা জিম করে কাটিয়েছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে সফরে লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা।
২১ এপ্রিল শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল। সিরিজ হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সফর শেষে ৪ মে দেশে ফেরার কথা ক্রিকেটারদের।