ফের উইজডেনের লিডিং ক্রিকেটার বেন স্টোকস
ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে নিজের আঙ্গুল ভেঙেছেন বেন স্টোকস। আইপিএলের মাঠের লড়াইয়ে দর্শক হয়ে এখন ভারতের মাটিতে কাটাচ্ছেন অলস সময়। ক্যারিয়ারের এমন খারাপ সময়ে মন ভালো করার খুশির খবর পেলেন ইংল্যান্ডের এ তারকা অলরাউন্ডার।
টানা দ্বিতীয়বারের মতো উইজডেনের 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' নির্বাচিত হয়েছেন স্টোকস। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে একাধিকবার এই সম্মাননা পাওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
গত বছর ৭ টেস্টে ৫৮.২৭ গড়ে স্টোকস সংগ্রহ করেন ৬৪১ রান। ক্রিকেট দুনিয়ায় তার চেয়ে বেশি রান কেউ তুলতে পারেননি। সঙ্গে বল হাতে ১৮.৭৩ গড়ে শিকার করেন ১৯ উইকেট।
মেয়েদের ক্যাটাগরিতে 'লিডিং উইমেন ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' সম্মাননা জিতেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বেথ মুনি।
বৃহস্পতিবার প্রকাশিত ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৮তম সংস্করণ থেকে এ তথ্য মিলল।
উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন উইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার, পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্স, ব্যাটসম্যান ডমিনিক সিবলি ও জ্যাক ক্রলি।