নেগেটিভ হয়েই ফিরলেন পাঁচ দক্ষিণ আফ্রিকান
করোনা টেস্টে পজিটিভ হয়ে বাংলাদেশে আটকে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের পাঁচ সদস্য। সতর্কতার অংশ হিসেবে পাঁচ জনই হোটেলে আইসোলেশনে থেকে যান।
তাদের রেখে টিমের বাকি সদস্যরা ফিরে যান দেশে। ১৩ এপ্রিল, মঙ্গলবার ঢাকায় ফের করোনা টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে পাঁচজনেরই। ফলে আজ বিকেলেই আটকে পড়া পাঁচজন ফিরে গেছেন তাদের দেশে।
খবরটি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী, ‘দ্বিতীয় টেস্টে সবার নেগেটিভ রিপোর্ট এসেছে। আজই তাদের দেশে ফিরে যাওয়ার কথা।’
করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল ক্রিকেটার সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি, রবিন শার্লি ও দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালোর।
জানা গেছে, সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট করে দেশে ফেরার জন্য ঢাকায় অবস্থান করছিল অতিথি দলের সদস্যরা।
লকডাউনের জন্য ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট হবে শুনে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ না খেলেই মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ ছাড়ে প্রোটিয়া টিমের বাকি সদস্যরা।
সফরে চারটি ওয়ানডেতেই বাংলাদেশের মেয়েদের কাছে হেরেছে সফরকারী মেয়েরা।