হাঁটুর চোট ছাড়ছে না মোসাদ্দেককে
নিউজিল্যান্ড সফরে গিয়েই ইনজুরিতে পড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। হাঁটুর চোটের কারণে মাঠে ছিলেন না প্রস্তুতি ম্যাচে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ছিলেন দর্শক হয়ে।
পরে ফিট হয়ে খেলেন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে। মাঠে ফিরলেও ফের ইনজুরি হানা দিয়ে বসে। পুরোনো হাঁটুর চোটটা মাথাচাড়া দিয়ে উঠে। যেটা এখনো জ্বালিয়ে মারছে এ ব্যাটিং অলরাউন্ডারকে।
নিউজিল্যান্ড থেকে ফিরে চিকিৎসকের পরামর্শ মেনে এমআরআই করেছেন মোসাদ্দেক। রিপোর্টও পেয়ে গেছেন। তার চোটের সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে আগামীকাল রোববার, ১১ এপ্রিল। এমনটি জানিয়েছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
আজ শনিবার, ১০ এপ্রিল দুপুরে বিসিবি’র কার্যালয়ে যান মোসাদ্দেক। কিন্তু ব্যক্তিগত গাড়ি থেকে নেমে হাঁটতে কষ্ট হচ্ছিল তার। এক রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে অফিসের ভিতরে যান। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকেন একাডেমি ভবনে।