করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টিকা নেন সৌম্য-তামিম: ফাইল ছবি

টিকা নেন সৌম্য-তামিম: ফাইল ছবি

টাইগার ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ১২ এপ্রিল। সফরকে সামনে রেখে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ফেললেন লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার, ১০ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সস্ত্রীক এসে দ্বিতীয় ডোজের টিকা নেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

বিজ্ঞাপন

তাদের সঙ্গে টিকা নিয়েছেন মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। তবে প্রথমে টিকা নিতে আসেন সাবেক ক্রিকেটার নাফীস ইকবাল। বেলা ১১টায় শুরু হয় ক্রিকেটারদের টিকাদান কার্যক্রম।

নিউজিল্যান্ড সফর শেষে ছুটিতে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। সামনে শ্রীলঙ্কা সফর থাকায় শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। আজ সকালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ডমিঙ্গো। ফিল্ডিং কোচ রায়ান কুক ছাড়া বিদেশি কোচিং স্টাফের সবাই টিকা নিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার বাকি ক্রিকেটাররা দ্বিতীয় ডোজের টিকা নেবেন। যারা এর আগে টিকা নেননি, তারা নেবেন প্রথম ডোজ।

এর আগে ১৮ ও ২০ ফেব্রুয়ারি দুই ভাগ হয়ে করোনার টিকা নেন তামিম-সৌম্যরা। এর পর যান তারা নিউজিল্যান্ড সফরে। বিদেশি কোচিং স্টাফদের সঙ্গে করোনা টিকার প্রথম ডোজ নেন তখন টিম ম্যানেজমেন্ট ও টিম বয়দের অনেকে।

বৃহস্পতিবার, ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে সারা দেশে।