জয়ে রঙিন আইপিএলে ব্যাঙ্গালুরুর শুরুটা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাঁচ উইকেট শিকার করে রেকর্ড গড়েন হার্শাল প্যাটেল

পাঁচ উইকেট শিকার করে রেকর্ড গড়েন হার্শাল প্যাটেল

আইপিএলের শুরুটা জয় দিয়ে রাঙিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে ধরাশায়ী করেছে ক্যাপ্টেন বিরাট কোহলির দল। রোমাঞ্চমাখা এ জয়ে ব্যাঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের মিশনে হলো শুভ সূচনা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বল হাতে হার্শাল প্যাটেল তোপ দাগিয়ে জয় ছিনিয়ে নেওয়ার কাজটা অর্ধেকটা সেরে রেখেছিলেন। তার রেকর্ড গড়া পাঁচ উইকেট শিকারের কৃতিত্বে মুম্বাই ৯ উইকেটে গুটিয়ে যায় ১৫৯ রানে।

বিজ্ঞাপন

এক রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন ক্রিস লিন (৪৯)। সূর্যকুমার যাদব ৩১ আর ইশান কিষান ২৮ রান যোগ করেন মুম্বাইয়ের দলীয় স্কোরে।

প্রথম বোলার হিসেবে মুম্বাইয়ের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার নতুন ইতিহাস লিখেছেন পেসার হার্শাল।

বিজ্ঞাপন

জয় ছিনিয়ে নেওয়ার পথে বাকি কাজটা ব্যাট হাতে সহজ করে দেন এবি ডি ভিলিয়ার্স (৪৮), গ্লেন ম্যাক্সওয়েল (৩৯) ও বিরাট কোহলি (৩৩)। তিন জনে মিলে জয়ের ভিত গড়ে দিয়ে যান। সুবাদে ৮ উইকেট হারিয়ে পৌঁছে যায় ১৬০ রানের লক্ষ্যে। তবে কাজটা মোটেই সহজ ছিল না। ম্যাচ জমিয়ে ফেলেছিল মুম্বাইয়ের বোলাররা। ব্যাঙ্গালুরু জয়সূচক রানটা পায় একেবারে ম্যাচের শেষ বলে।