লঙ্কা সফরের আগেই দ্বিতীয় ডোজের টিকা নিবেন তামিমরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিউজিল্যান্ড সফরের আগেই প্রথম ডোজের টিকা নেন তামিম ইকবাল

নিউজিল্যান্ড সফরের আগেই প্রথম ডোজের টিকা নেন তামিম ইকবাল

করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েই নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন তামিম ইকবাল-সৌম্য সরকাররা। কিউই সফর শেষে দেশে ফিরে ক্রিকেটাররা এখন শ্রীলঙ্কা সফরের জন্য নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত।

তবে দ্বীপ রাষ্ট্রটি সফরে যাওয়ার আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ নিবেন টাইগার ক্রিকেটাররা। যারা এর আগে টিকা নেননি। তারা নেবেন প্রথম ডোজ। শনিবার ও রোববার দুই ভাগ হয়ে ক্রিকেটাররা টিকা নেবেন।

বিজ্ঞাপন

বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘নিউজিল্যান্ড যাওয়ার আগে ক্রিকেটারদের অনেকেই টিকা নিয়েছেন। যারা টিকা নিয়েছেন, তারা শনিবার আর রোববার দুই ভাগ হয়ে দ্বিতীয় ডোজের টিকা নেবেন। যারা এর আগে টিকা নেননি, তারা নেবেন প্রথম ডোজ।’

এর আগে ১৮ ও ২০ ফেব্রুয়ারি দুই ভাগ হয়ে করোনার টিকা নেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিদেশি কোচিং স্টাফদের সঙ্গে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন টিম ম্যানেজমেন্ট ও টিম বয়দের অনেকে।

বিজ্ঞাপন

নারী ক্রিকেটারাও করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ শেষে দ্বিতীয় ডোজ নিবেন সালমা খাতুনরা।

বৃহস্পতিবার, ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে সারা দেশে।