হাসপাতাল থেকে ঘরে ফিরলেন শচীন
করোনাভাইরাসকে হারিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার। চিকিৎসা শেষে এখন সুস্থ তিনি। তাই তো হাসপাতাল ছেড়ে ঘরে ফিরেছেন ভারতীয় এ কিংবদন্তি ক্রিকেটার।
বৃহস্পতিবার, ৮ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও সতর্ক থাকতে হচ্ছে লিটল মাস্টারকে। এখন নিজের ঘরেই আইসোলেশনে থাকবেন ভারতের সাবেক এ ক্যাপ্টেন।
টুইটারে শচীন লিখেন, ‘হাসপাতাল থেকে বাসায় এসেছি। বিশ্রাম নিতে ও পুরোপুরি সুস্থ হতে ঘরেই আইসোলেশনেই থাকব। স্বাস্থ্যকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা, যারা আমার যত্ন নিয়েছেন এবং এ রকম কঠিন পরিস্থিতিতে এক বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।’
সদ্য শেষ হওয়া কিংবদন্তি ক্রিকেটারদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নন শচীন। আসরে ভারতীয় লিজেন্ডস টিম খেলে তারই নেতৃত্বে। এই টুর্নামেন্টে খেলেই করোনায় আক্রান্ত হন শচীন।
২৭ মার্চ, শনিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে করোনা পজিটিভের খবর দিয়ে শচীন লিখেন 'করোনা থেকে নিরাপদে থাকতে পরীক্ষা করিয়ে নিচ্ছিলাম। সব ধরনের সতর্কতা মেনে চলছিলাম। কিন্তু তারপরও হালকা উপসর্গ দেখা দেওয়ার পর আজ পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ঘরের বাকিদের রিপোর্ট নেগেটিভ।'
২ এপ্রিল, শুক্রবার সকালে এক টুইট বার্তায় সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই জানান শচীন।
ভক্তদের আশ্বস্ত করে শচীন লিখেন, ‘আপনাদের শুভ কামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হলাম। আশা করছি কিছু দিনের মধ্যে বাসায় ফিরে যাব। সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তিতে সব ভারতীয় ও আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’