প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে লঙ্কা সফরে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা।
কিন্তু এখনও দলই ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত ২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি সফরে যাবে বাংলাদেশ। পরে শ্রীলঙ্কাতেই মূল দলের ঘোষণা করবে বোর্ড।
আজ বৃহস্পতি, ৮ এপ্রিল বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘প্রাথমিক দল শ্রীলঙ্কায় যাবে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল দল দেব। যেহেতু প্রস্তুতি ম্যাচ নিজেদের মধ্যে খেলতে হবে, শ্রীলঙ্কার কোনো ক্রিকেটার পাব না, নেট বোলারও পাব না, এজন্য আমরা বেশি খেলোয়াড় নিয়ে যাচ্ছি।’
নান্নু সঙ্গে আরও বলেন, ‘২১ জনের প্রাথমিক দল এখান থেকে ঘোষিত হবে, যাওয়ার আগের দিনও দিতে পারি। ভিসা সংক্রান্ত জটিলতা বলতে তেমন কিছু নেই।