টাইগারদের নতুন টিম স্পন্সর দারাজ
নিউজিল্যান্ড সফর শেষ। সিরিজ শেষ করে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। সময় এখন শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নেওয়ার।
নতুন সিরিজ না আসতেই পাল্টে গেল বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সর। লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গে নতুন সম্পর্ক রচনা করেছে শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ।
তবে এবার আর খণ্ডকালীন চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ মেয়াদে দারাজকে দলে ভিড়িয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে বিসিবি'র চুক্তি হয়েছিল শুধু নিউজিল্যান্ড সফরের জন্য। কিন্তু দারাজের লোগো তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদদের জার্সিতে থাকবে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। দুপক্ষের পথচলার মাঝে সেতু বন্ধন হলো আজ বুধবার, ৭ এপ্রিল। বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।
নতুন চুক্তি অনুযায়ী প্রায় আড়াই বছর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে নারী দল, এ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে নিজেদের লোগো ব্যবহার করতে পারবে অনলাইন মার্কেটপ্লেস দারাজ।
করোনা মহামারীতে অনেক দিন টিম স্পন্সর ছিল না বাংলাদেশ ক্রিকেট টিমের। নিউজিল্যান্ড সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে খণ্ডকালীন স্পন্সর ছিল বেক্সিমকো।