পিছিয়ে গেছে পাকিস্তানের যুবাদের সফর
দেশে চলছে এখন এক সপ্তাহের লকডাউন। করোনাভাইরাস সংক্রমণ রোধে সঙ্গে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। সেকারণে পাঁচ দিন পিছিয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিমের বাংলাদেশ সফর।
শুরুতে ১২ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা ছিল পাকিস্তানের যুব ক্রিকেটারদের। এখন সূচি পাল্টে গেছে। তারা বাংলাদেশে আসবে ১৭ এপ্রিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার জানিয়েছে, দুই দেশের বোর্ড আলোচনার মাধ্যমের সফরের নতুন সূচি ঠিক করেছে। তবে ম্যাচ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
আগের মতো একটি যুব টেস্ট ও পাঁচটি যুব ওয়ানডে খেলবে দুদল। ২৩ এপ্রিল সিলেটের মাঠে গড়াবে একমাত্র টেস্ট। একই ভেন্যুতে ৩০ এপ্রিল, ২ ও ৪ মে হবে সিরিজের প্রথম তিন ওয়ানডে। ৭ ও ৯ মে বাকি দুই ওয়ানডে হবে মিরপুরে।
আসার আগে লাহোরের জৈব সুরক্ষিত পরিবেশে অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তানের যুবা ক্রিকেটাররা। নিবে করোনার টিকাও।
সব কিছু ঠিক থাকলে করোনাকালে এটি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ক্রিকেট সিরিজ।