নিগারের জাদুকরী শতকে ফের জিতল বাংলাদেশের মেয়েরা
প্রথম ম্যাচে শতকের আভাস দিয়ে ছিলেন ফারজানা হক। কিন্তু দুর্ভাগ্য। দল জিতলেও সেঞ্চুরিটা পূর্ণ করতে পারেননি। হাফ-সেঞ্চুরিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ফারজানাকে। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে নিগার সুলতানা এবার আর মিস করলেন না। জাদুকরী তিন অঙ্ক ঠিকই ছুঁয়ে ফেললেন। সঙ্গে ২৭ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী দলের বিপক্ষে এনে দিলেন ৭ উইকেটের বড় জয়।
নিগার সুলতানার ব্যাটিং দৃঢ়তার আগে বল হাতে দ্যুতি ছড়ান রিতু মনি ও নাহিদা আক্তার। দুজনে তিনটি করে উইকেট নিলে সফরকারী প্রোটিয়া নারীরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে গড়ে ১৯৬ রানের পুঁজি।
টস জিতে ব্যাট হাতে নেমে অ্যান্ড্রি স্টেইন ৭ বাউন্ডারিতে ৮০ রান নিয়ে ফেরেন। এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে তার সেঞ্চুরির স্বপ্নটা ভেঙে দেন সালমা খাতুন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। কিন্তু ক্যাপ্টেন নিগার সুলতানার দাপুটে শতকের ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে দেশের ইমার্জিং নারী দল।
১৩৫ বলে ১১ বাউন্ডারিতে হার না মানা ১০১* রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে দলকে জয় উপহার দিয়ে তবেই মাঠ ছাড়েন ম্যাচসেরা নিগার। তার সঙ্গে অপরাজিত থেকে যান রুমানা আহমেদ। ৪৫ রান যোগ করে দুজনে চতুর্থ উইকেটে গড়েন ১১৫ রানের পার্টনারশিপ।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে এখন বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দুদল। এ ম্যাচ জিতলেই দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিবে লাল-সবুজের প্রতিনিধিরা।