একদিনে দুবার জিতল নামিবিয়া, দুবারই হারল উগান্ডা
একদিনে একই মাঠে দুই ম্যাচ হওয়া অস্বাভাবিক কোনো কিছু নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে এমনটা প্রতিনিয়তই ঘটছে। তবে একদিনে একই মাঠে দুদলের দুবার মাঠে নামা বিরল ঘটনাই বটে। করোনার কারণে দ্রুত সফর শেষ করতে সেই বিরল ঘটনারই জন্ম দিয়েছে নামিবিয়া ও উগান্ডা।
উইন্ডহোকের ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে সোমবার, ৫ এপ্রিল সকালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নামিবিয়া (১৩৪/৬) বৃষ্টি আইনে ২০ রানে হারায় উগান্ডাকে (৬৫/৫, লক্ষ্য ছিল ১২.৪ ওভারে ৮৬)।
একই দিন একই ভেন্যুতে দুপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অতিথি উগান্ডাকে (১২৪/১০) ৬৫ রানে হারায় নামিবিয়া (১৮৯/৩)। তার আগে শনিবার, ৩ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জেতে আয়োজকরা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে সফরকারী উগান্ডাকে হোয়াইটওয়াশ করল নামিবিয়া।