চোট নিয়ে মাঠের বাইরে শাদাব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চোট নিয়ে ছিটকে গেলেন শাদাব খান

চোট নিয়ে ছিটকে গেলেন শাদাব খান

ইনজুরি যেন নিত্য সঙ্গী শাদাব খানের। কুঁচকির চোট কাটিয়ে না উঠতেই হ্যামস্ট্রিংয়ে টান খেয়ে বসেন। তার ধকল শেষ না হতেই এবার তাকে পেয়ে বসেছে পায়ের আঙুলের চোট। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরটা একটু আগে ভাগেই শেষ এ লেগ স্পিনিং অলরাউন্ডারের।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে বাঁ-পায়ের আঙুলে আঘাত পান শাদাব। পরে এক্সরে করে দেখা যায় চিড় ধরেছে আঙুলে।

বিজ্ঞাপন

ফিটনেস ফিরে পেতে কম করে হলেও চার সপ্তাহ সময় লাগবে শাদাবের। তাই দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ এবং জিম্বাবুয়ের বিপক্ষেও তাকে পাচ্ছে না পাকিস্তান। ভক্ত সমর্থকদের এমন খারাপ খবরই দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। পরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাবর আজমরা।

বিজ্ঞাপন

অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে কুঁচকিতে চোট পান শাদাব। পরে নিউজিল্যান্ড সফরে তার পিছু নেয় হ্যামস্ট্রিং ইনজুরি।