ফখরের মিস দ্বি-শতক, পাকিস্তানের মিস জয়
উদ্বোধনে নেমে ১৯৩ রানের বিস্ময়কর এক ইনিংস খেলেন ফখর জামান। রান তাড়ায় এটিই ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তবে তার রেকর্ড গড়া এই ইনিংসেও পাকিস্তানের হার এড়ানো যায়নি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ঠিকই জয় ছিনিয়ে নেয় ১৭ রানে।
জোহানেসবার্গে ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নামে অতিথিরা। ৩৮তম ওভারে সফরকারী পাকিস্তান ২০৫ রানেই হারিয়ে ফেলে ৭ উইকেটে। এর পরই চমৎকার ব্যাটিং নৈপুণ্য দেখাতে থাকেন ফখর জামান।
শেষ ওভারে বল সরাসরি স্টাম্পে আঘাত করলে রান আউট হন ম্যাচসেরা ফখর। দ্বি-শতকের সঙ্গে বঞ্চিত হন জয় থেকে। ১৫৫ বলের ইনিংসটি সাজাতে হাঁকান ১৮ বাউন্ডারি ও ১০ ছক্কা। কিন্তু ফখরের রেকর্ডের পরও পাকিস্তানের ইনিংস থামে ৯ উইকেটে ৩২৪ রানে।
ওয়ান্ডারার্স স্টেডিয়াম দুরন্ত এক ইনিংস খেলেই প্রশংসায় ভাসছেন ফখর জামান। পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজমের চোখে এটি সর্বকালের ‘অন্যতম সেরা একটি ইনিংস’। টেম্বা বাভুমার দৃষ্টিতে ‘অবিশ্বাস্য’ এক ইনিংস। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার এ ক্রিকেটারের দেখা এটাই ‘সম্ভবত সেরা ইনিংস’।
ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা চলছে। শেষ ওয়ানডে বুধবার গড়াবে সেঞ্চুরিয়নে।