বিমানবন্দর থেকেই আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

আজ রোববার, ৪ এপ্রিল মাহমুদউল্লাহ-মুশফিকদের সঙ্গে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। টাইগার ক্রিকেটাররা নিজ নিজ ঘরে ফিরলেও হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়ে গেছেন দেশের তারকা এ পেসার। এখান থেকেই ভারতের ফ্লাইট ধরবেন মুস্তাফিজ। যাবেন আইপিএল খেলতে। করোনা প্রটোকলের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজিল্যান্ড সফর শেষে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে এসেছেন। বিমানবন্দর থেকে বের হলে ফের করোনা পরীক্ষার প্রয়োজন হবে। যেকারণে কোনো ধরনের ঝামেলায় না গিয়ে বিমানবন্দর থেকেই আজ বিকেলেই ভারতে যাবেন।

বিজ্ঞাপন

এর আগে শোনা গিয়েছিল, আজ দেশে এসে আগামীকাল আইপিএল খেলতে ঢাকা ত্যাগ করবেন। কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টে যায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে তার ফ্লাইট। ঢাকা থেকে প্রথমে মুস্তাফিজ যাবেন কলকাতায়। খবরটি নিশ্চিত করেছেন বিসিসি’র লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান।

ভারতে গিয়ে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যে কারণে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না মুস্তাফিজ। ১২ এপ্রিল প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে রাজস্থান।

বিজ্ঞাপন

কোয়ারেন্টিনে কোনে ঝামেলা হলে খেলতে পারবেন না দ্বিতীয় ম্যাচও। কেননা তখন মুস্তাফিজের কোয়ারেন্টিন পর্ব বেড়ে যাবে। আর সেটা হলে ১৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচেও দর্শক হয়ে যেতে পারেন।

এর আগের বার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জিতেন। খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও। তবে এবার মুস্তাফিজ খেলবেন রাজস্থানের হয়ে। নিলামে এক কোটি রুপির ভিত্তিমূল্যে তাকে কিনে নিয়েছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির দল।

৯ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৪তম আসর। মুস্তাফিজের সঙ্গে ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি আছে আরও একজন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল খেলতে ইতোমধ্যে ভারতে অবস্থান করছেন।