খালি হাতে দেশে ফিরেছেন টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

একই ফ্রেমে লাল-সবুজের প্রতিনিধিরা

একই ফ্রেমে লাল-সবুজের প্রতিনিধিরা

বহুল কাঙ্ক্ষিত জয়টা অধরাই রয়ে গেছে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। নিউজিল্যান্ড সফরে টানা ৩২ ম্যাচ হারল লাল-সবুজের প্রতিনিধিরা। বাজে পারফরম্যান্সের অভিজ্ঞতা সঙ্গী করে রোববার, ৪ এপ্রিল খালি হাতে দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল সাড়ে দশটার দিকে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এমনটি জানিয়েছেন।

বিজ্ঞাপন

কিন্তু ক্রিকেটের ব্যস্ততা পিছু ছাড়ছে না ক্রিকেটারদের। বিশ্রাম নিয়ে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। লঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে দেশের অস্বাভাবিক করোনা পরিস্থিতি ও লকডাউন ঘোষণার কারণে আসন্ন এ সফর নিয়ে অবশ্য দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তবে নিউজিল্যান্ড থেকে দলের সঙ্গে বাংলাদেশে আসেননি হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক।

বিজ্ঞাপন