আইপিএল শুরুর আগে চলছে করোনার খেলা
আইপিএল মাঠে গড়ানোর দিন যতই এগিয়ে আসছে। করোনাভাইরাসের বাগড়া যেন ততই বেড়ে যাচ্ছে। একের পর এক ক্রিকেটার পজিটিভ হচ্ছেন আতঙ্ক ছড়ানো কোভিড-১৯ এ। খেলোয়াড়দের মাঠের বাইরে রাখতেই যেন খেলে যাচ্ছে ভাইরাসটি।
শুরুতে করোনা রিপোর্ট পজিটিভ আসে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নিতিশ রানার। পরে অবশ্য তিনি নেগেটিভ রিপোর্ট পান। তার পর এবার খারাপ খবর দিলেন অক্ষর প্যাটেল। দিল্লি ক্যাপিটালসের এ অলরাউন্ডারও এখন করোনায় আক্রান্ত।
অক্ষর প্যাটেল এখন আইসোলেশনে রয়েছেন। চলছে তার চিকিৎসা। তবে টিম হোটেলে যোগ দেওয়ার আগে তার রিপোর্ট কিন্তু নেগেটিভই ছিল।
অন্যদিকে করোনা ছোবল মেরেছে চেন্নাই সুপার কিংসের ক্যাম্পেও। ফ্র্যাঞ্চাইজিটির কনটেন্ট টিমের একজন সদস্যের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এছাড়া মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১০ জন গ্রাউন্ড স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে পজিটিভ হয়েছেন ৬ জন ইভেন্ট ম্যানেজারও।
৯ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৪তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।