শেষ বলে পাকিস্তানের রোমাঞ্চমাখা জয়
রোমাঞ্চমাখা জয়ই ছিনিয়ে নিল পাকিস্তান। এবং সেটা নাটকীয় ম্যাচের শেষ বলে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে প্রথম ওয়ানডেতে হারাল তিন উইকেটে।
সফরকারীদের জয়ের ভিত গড়ে দেন ম্যাচসেরা বাবর আজম। ১০৪ বলে এ তারকা ব্যাটসম্যান খেলেন ১০৩ রানের দাপুটে এক ইনিংস।
ইমাম উল-হক ৭০ রানের চমৎকার ইনিংস যোগ করলে ৭ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্য ২৭৪ ছুঁয়ে ফেলে পাকিস্তান।
শুরুতে এক উইকেট হারিয়েই ১৮৬ রান তুলে ফেলে অতিথিরা। এর পরই দ্রুত চার উইকেট ফেলে পাকিস্তানকে পিছনে টেনে ধরেন আনরিচ নর্টজে। ২০৩ রানে ৫ উইকেট হারিয়ে হোঁচট খায় বাবরের দল। মানে পরের ৪ উইকেটে আসে মাত্র ১৭ রান। শেষে মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খানের ব্যাটে খেলায় ফেরে।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল মাত্র ৩ রান। ওভারের প্রথম বলে আউট হন শাদাব খান। পরের তিন বলে কোনো রান আসেনি। পঞ্চম বলে আসে দুই রান। আর জয় আসে শেষ বলে। ফাহিম আশরাফ ওয়াইড ডেলিভারি থেকে জয়সূচক রানটি নেন।
এর আগে পাকিস্তান শেষ বলে ওয়ানডে জিতেছিল ২০০৫ সালের এপ্রিলে। ১৬ বছর আগে প্রতিবেশী ভারতের বিপক্ষে।
তার আগে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে রসি ফন ডার ডুসেনের প্রথম সেঞ্চুরিতে প্রোটিয়ারা ৬ উইকেটে পুঁজি গড়ে ২৭৩ রানের। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ১২৩ রানের হার না মানা চমৎকার একটা ইনিংস খেলেন ডুসেন।
নাটকীয় এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের পরের ম্যাচ রোববার জোহানেজবার্গে।