টেস্ট স্ট্যাটাস পেল দেশের নারী ক্রিকেটাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের নারী ক্রিকেটাররা

বাংলাদেশের নারী ক্রিকেটাররা

দেশের নারী ক্রিকেট একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তারই অংশ হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সদ্য শেষ হওয়া এক বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার নিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তার প্রেক্ষিতে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণে খেলার অনুমতি পেল সালমা-জাহানারারা।

বিজ্ঞাপন

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ‘বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ সদস্যগুলোর নারী দলকে ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছে দশটি দেশ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার সঙ্গে লাল বলে পা রেখেছে আইসিসি’র দুই সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মেয়েরা।

বিজ্ঞাপন