ফের বৃষ্টির হানা, শঙ্কায় টাইগার-কিউইদের লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাভারে ঢাকা অকল্যান্ডের ইডেন পার্কের পিচ

কাভারে ঢাকা অকল্যান্ডের ইডেন পার্কের পিচ

বৃষ্টি ফের হানা দিয়েছে অকল্যান্ডের ইডেন পার্কে। ফলে ক্রিজ আবার ঢাকা পড়েছে কাভারে। যে কারণে এখনো টস হয়নি। ম্যাচ হবে কিনা সেটাই নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ একই মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের নারীদের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাত্র ২.৫ ওভার পরই বাতিল হয়ে গেছে আজ।

এর আগে বৃষ্টি থেমে যাওয়ার পর ক্রিজ থেকে তুলে নেওয়া হয়েছিল কাভার। কিন্তু খানিকবাদে বৃষ্টি ফের হানা দিয়ে বসে।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় হওয়ার কথা ছিল টস। বৃষ্টির কারণে পিছিয়ে যায় তা। টসের নতুন সময় এখনো ঠিক হয়।

ঊরুর চোট নিয়ে মাঠের লড়াই থেকে ছিটকে গেছেন নিয়মিত ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলে লাল-সবুজের প্রতিনিধিদের নেতৃত্ব পেয়েছেন লিটন দাস।

বিজ্ঞাপন

অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লিটনের নেতৃত্বেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ এড়াতে আজ বৃহস্পতিবার, ১ এপ্রিল জিততেই হবে টাইগারদের।