মুরাদের পাঁচ উইকেটে চট্টগ্রামের লিড ১৭৮
দ্বিতীয় দিন হাফ-সেঞ্চুরি পেয়েছেন শামসুর রহমান (৬৮)। পরের দিন অর্ধ-শতক হাঁকালেন জাহিদুজ্জামানও। ধৈর্য্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৮ চারে ২১২ বলে ৭১ রানের চমৎকার এক ইনিংস খেলেন জাহিদ। ৩৮ রানে অপরাজিত থেকে যান শরিফুল্লাহ। দলীয় স্কোরে ৩৪ রান যোগ করেন আল-আমিন।
কিন্তু তারপরও এনসিএলে হাসান মুরাদ বাঁ-হাতের ঘূর্ণি জাদু দেখিয়ে ৫ উইকেট তুলে নিলে ঢাকা মেট্রোর প্রথম ইনিংসের যাত্রা থামে ২৬৭ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস ম্যাচেই পাঁচ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন মুরাদ।
তৃতীয় দিনের শেষ দিকে এক উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৪৩ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। কিন্তু তারপরও তাদের লিড দাঁড়িয়ে ১৭৮ রানের।
কেননা পিনাক ঘোষের শতকে (১৫৯) আর শাহাদত হোসেনের (৫৩) অর্ধ-শতকে ৮ উইকেটে ৪০২ রান তুলে প্রথম ইনিংস আগেই ঘোষণা করে রেখেছে চট্টগ্রাম বিভাগ।