রোহিত-কোহলির ভাঙা সম্পর্ক জোড়া লাগালেন শাস্ত্রী
দুজনের সম্পর্কটা মোটেই ভালো ছিল না। চিড় ধরা সম্পর্ক নিয়েই একই মাঠে লড়েছেন দেশের জন্য। বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে কথা যেটুকু হয়েছে তা কেবল খেলার মাঠে। মাঠের বাইরে নয়। পেশার খাতিরে যেটুকু না করলেই নয়। ক্রিকেট ময়দান ছাড়লেই দুজনেই যেন হয়ে পড়তেন চির বৈরী দুই প্রতিবেশী গ্রহের বাসিন্দা।
সেই ফাটল ধরা সম্পর্ক এবার জোড়া লেগেছে। কোহলি-রোহিতের মধ্যকার মনের দূরত্ব কমে গেছে অনেকটাই। দুজনে কথা বলছেন এখন। সেলফি তোলা থেকে আড্ডা দেওয়া সবই এখন হচ্ছে তাদের মধ্যে। গত চার মাসে ভারতীয় দুই ক্রিকেট মহাতারকার ব্যক্তিগত সম্পর্কে এসেছে এমন ইতিবাচক উন্নতি। ড্রেসিংরুম এখন আগের চেয়ে অনেকটাই প্রাণবন্ত। সব মিলিয়ে মেন ইন ব্লু শিবিরে সুখী পরিবেশের আমেজই যেন বিরাজ করছে এখন।
কিন্তু এসব হলো কি? বলতে গেলে কেউ কাউকে দেখতে পারতেন না মন থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে ফলো করা বন্ধ করে দিয়েছিলেন রোহিত। কোহলির সমালোচনা ভরা টুইটে রোহিতের লাইক দেওয়া। মাঝে মধ্যে দলে থাকতেন না রোহিত। কারণ হিসেবে ইনজুরির কথা বলা হলেও পরে দেখা যেত দিব্যি প্র্যাকটিস করছেন এ তারকা ওপেনার। এসব মিলিয়ে দুজনের খারাপ সম্পর্কটা আর গোপন থাকেনি।
কোহলি-রোহিতের মধ্যে নতুন করে সম্পর্কের সেতু বন্ধন করতে নেপথ্যে কাজ করেছেন কোচ রবি শাস্ত্রী। তিনি দুজনকে সামনাসামনি বসিয়েছেন। বৈঠকে দুজনই তাদের মনের ভেতরের নানা অজানা কথা উগড়ে দিয়েছেন দীর্ঘ আলোচনায়। ঠিক এভাবেই দ্বন্দ্ব ভুলে দুজনে ফের মিলেছেন এক বিন্দুতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রের উদ্ধৃতি দিয়ে জমক জাগানিয়া খবরটি দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বিসিসিআই গোপনে তদন্ত করেছে। ছড়িয়ে পড়া গুঞ্জন সম্পর্কে নিশ্চিত হয়েই রোহিত-কোহলির ঝগড়াটা মিটিয়ে ফেলার দায়িত্ব কোচ রবি শাস্ত্রীকে দেয় বোর্ড। তিনি এ মিশনে শতভাগ সফল। যার সুফল ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই পেয়েছে ভারত।