জয়ের দেখা পেলেন ওসাকা-কেভিতোভা-কারবার
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন নাওমি ওসাকা। তিন সেটের লড়াইয়ে হারিয়েছেন প্রতিপক্ষ মার্টা কোস্টিককে।
নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে ২০১৮ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন চতুর্থ বাছাই ওসাকা ৬-৩, ৬-৭ (৪-৭) ও ৬-২ গেমে হারান ১৮ বছরের ইউক্রেনিয়ান প্রতিপক্ষ কোস্টিককে।
জাপানিজ তারকা ওসাকা পরের ম্যাচে মোকাবেলা করবেন ১৪তম বাছাই এস্তোনিয়ার অ্যানেত কোন্তাভেইতকে।
অন্যদিকে ২০১৬ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কারবার ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন অ্যান লি’কে। পরের ম্যাচে তিনি লড়বেন ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির বিপক্ষে।
ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও জিতেছেন। সরাসরি সেটে খুব সহজে ৬-৩ ও ৬-৪ গেমে ধরাশায়ী করেন মার্কিন প্রতিপক্ষ জেসিকা পেগুলাকে। পরের রাউন্ডে কেভিতোভা খেলবেন যুক্তরাষ্ট্রের আরেক খেলোয়াড় শেলবি রজার্সের বিপক্ষে।