নিউইয়র্কে শীর্ষ বাছাই প্লিসকোভার পতন
ইউএস ওপেনের মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই ক্যারোলিনা প্লিসকোভা। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের এ তারকা হার মেনেছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার কাছে।
বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা তারকা প্লিসকোভা প্রথম সেট হারেন ১-৬ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে টাই করেন ৬-৭ গেমে। কিন্তু টাইব্রেকারে আর পেরে উঠেননি। বিশ্বের ৫০তম খেলোয়াড় গার্সিয়ার কাছে প্লিসকোভা ধরাশায়ী হন ২-৭ গেমে।
এবারের ইউএস ওপেনে খেলছেন না অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টি ও রোমানিয়ার সিমোনা হ্যালেপ। যে কারণে নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে ২০১৬ সালের রানার-আপ প্লিসকোভাই ছিলেন সর্বোচ্চ র্যাঙ্কিংধারী খেলোয়াড়। তার বিদায়ে টুর্নামেন্টের সৌন্দর্য কমলো বৈকি!
তবে জয় দিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা, ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও জার্মানির অ্যাঞ্জেলিক কারবার।