সেরেনার জয়, ভেনাসের বিদায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দ্বিতীয় রাউন্ডে উঠে উচ্ছ্বসিত সেরেনা উইলিয়ামস

দ্বিতীয় রাউন্ডে উঠে উচ্ছ্বসিত সেরেনা উইলিয়ামস

রেকর্ড সমান ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনের শুরুটা দুর্দান্ত হলো সেরেনা উইলিয়ামসের। দাপট দেখিয়েই মার্কিন টেনিস কিংবদন্তি জিতলেন ইউএস ওপেনের প্রথম রাউন্ড।

স্বদেশী প্রতিপক্ষ ক্রিস্টি আহনকে ধরাশায়ী করেছেন সরাসরি সেটে ৭-৫ ও ৬-৩ গেমে। ম্যাচ নিজের করে নিয়েছেন সেরেনা দেড় ঘণ্টার লড়াইয়ে।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় রাউন্ডে সেরেনার সঙ্গী হতে পারেননি তার বড় বোন ভেনাস উইলিয়ামস। কেননা তিনি ৩-৬ ও ৫-৭ গেমে হার মেনেছেন ২০তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মাচোভার কাছে।

নিউইয়র্কে দশম বাছাই গার্বিন মুগুরুজাও উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। জাপানের নাও হিবিনোকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসে প্রত্যাবর্তনের স্মৃতিটা সুখকর হলো না বেলজিয়ান মেগাস্টার কিম ক্লাইস্টার্সের। সাবেক নাম্বার ওয়ান এ তারকা ৬-৩, ৫-৭ ও ১-৬ গেমে হেরেছেন রাশিয়ার একাতেরিনা আলেক্সান্দ্রোভার কাছে।