নিউইয়র্কে জয় দিয়ে শুরু জোকোভিচ-ওসাকার
ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের মিশনে নেমে নোভাক জোকোভিচ শুরুটা করলেন দুর্দান্ত। সরাসরি সেটে দামির দজুমহারকে হারিয়ে পৌঁছে গেলেন ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে।
রাফায়েল নাদাল ও রজার ফেদেরার খেলছেন না নিউইয়র্কের এ আসরে। করোনা সংক্রমণ এড়াতে ফ্লাশিং মিডোসে যাননি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের নাদাল। আর হাঁটুর অস্ত্রোপচারের কারণে খেলছেন না সুইস মহাতারকা ফেদেরার। তাই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ৩৩ বছরের জোকোভিচই হট ফেভারিট।
বসনিয়া হার্জেগোভিনার প্রতিপক্ষ দজুমহারকে ৬-১, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান এ তারকা। সার্বিয়ান মেগাস্টার জোকোভিচ দ্বিতীয় রাউন্ডে লড়বেন যুক্তরাজ্যের কাইল এডমুন্ডের বিপক্ষে।
মেয়েদের এককে অঘটনের শিকার প্রায় হয়েই যেতে বসে ছিলেন জাপানের নাওমি ওসাকা। তবে বিপদ সামলে ৬-২, ৫-৭ ও ৬-২ গেমে স্বদেশী মিসাকি দোইকে হারিয়ে আসরের চতুর্থ বাছাই ওসাকা উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে।
জয় তুলে নিয়েছেন শীর্ষ বাছাই ক্যারোলিনা প্লিসকোভা ও ষষ্ঠ বাছাই পেত্রা কেভিতোভাও।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর পর টেনিসের এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম আসর কোর্টে গড়াল। উইম্বলডল বাতিল হলেও ফরাসি ওপেন শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর থেকে।