ইউএস ওপেনে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদাল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা ঝুঁকি থাকায় ইউএস ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল

করোনা ঝুঁকি থাকায় ইউএস ওপেনে খেলবেন না রাফায়েল নাদাল

৩১ আগস্ট কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন। কিন্তু তাতে অংশ নিচ্ছেন না নাম্বার ওয়ান অ্যাশলেই বার্টির মতো অনেক তারকা। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতেই নিজেদের সরিয়ে নিচ্ছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকারা। এবার তাদের তালিকায় নাম লেখালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে না আসায় নিউইয়র্কের এই গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ১৯ মেজর ট্রফির মালিক স্প্যানিশ সুপারস্টার নাদাল।

বিজ্ঞাপন

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা তারকা নাদাল বলেন, ‘সারা বিশ্বেই স্বাস্থ্য পরিস্থিতি এখন জটিল। করোনা বেড়েই চলেছে।’

মন সায় না দেওয়ায় বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসর থেকে সরে দাঁড়িয়েছেন ৩৪ বছরের নাদাল, ‘এমন সিদ্ধান্তটা আমি কখনো নিতে চাইনি। কিন্তু এখন মন যা বলেছে সেই সিদ্ধান্তই নিয়েছি। আর এই মুহূর্তে ভ্রমণও করতে চাই না।’

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্টের পুরুষদের তালিকায় শীর্ষে রয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। তার সঙ্গে খেলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন গ্রেট সেরেনা উইলিয়ামস।