বিএনপি’র হরতাল শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সীমিত আকারে চলছে রিকশাসহ অন্যান্য যানবাহন/ ছবি: শাহরিয়ার তামিম

সীমিত আকারে চলছে রিকশাসহ অন্যান্য যানবাহন/ ছবি: শাহরিয়ার তামিম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় ভোর ছয়টা থেকে শুরু হয় হরতাল। তবে হরতালে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সেজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বিজ্ঞাপন

এদিকে হরতালের সমর্থনে শনিবার রাতে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের গলি পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়।

এর আগে এক সংবাদ সম্মেলন করে ভোটে অনিয়মের অভিযোগ এনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতালকে সমর্থন জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারাও। হরতালে সহিংসতা হলে কোনো ধরনের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।