আদালতের রায়ে হতাশ ও ক্ষুব্ধ বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির জরুরী বৈঠক, ছবি: বার্তা২৪.কম

বিএনপির স্থায়ী কমিটির জরুরী বৈঠক, ছবি: বার্তা২৪.কম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদালতের রায়ে হতাশ ও ক্ষুব্ধ বিএনপি। পাশাপাশি দেশের মানুষও হতাশ হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরী বৈঠক শেষে তিনি এ কথা বলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ হলে জরুরী বৈঠকে বসেন দলটির সিনিয়র নেতারা।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করা হবে ।

এদিকে আন্দোলন কর্মসূচি হিসেবে আগামী রোববার সারাদেশে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই দিন বেলা ২টার পর থেকে ঢাকা মহানগরীর সকল থানায় থানায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান।