বুদ্ধিজীবী ও বিজয় দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার ( ৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

সভায় গৃহীত সকল সিদ্ধান্ত পালনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথসভায় সভাপতিত্ব করেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি:

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধঃনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় আাগামী ১৫ ডিসেম্বর সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকালে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথসভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী।

বিজয় দিবসের কর্মসূচি:

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে সারাদেশব্যাপী বিএনপি কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া আলোচনা সভা ও জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

বিজয় দিবসের ভোরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং পুস্পস্তবক অর্পণ করবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও সূরা ফাতেহা পাঠ করবেন।

দিবসটি উপলক্ষে বিএনপিরর উদ্যোগে ১৭ ডিসেম্বর একটি বিজয় র‌্যালি অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত র‌্যালিতে ঢাকা মহানগর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন অংশগ্রহণ করবে। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে।

এছাড়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেশের বরেণ্য মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি আলোচনা সভার আয়োজন করবে। অনুরুপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধানুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হবে। তাছাড়া দেশব্যাপী দলীয় কার্যালয় গুলোতো আলোকসজ্জায় সজ্জিত করা হবে।